Khyapa Tui Achis

খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে
খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে
যে আসে তোরই পাশে, সবাই হাসে দেখে তোরে
খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে
খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে

জগতে যে যার আছে আপন কাজে দিবানিশি
তারা পায় না বুঝে তুই কী খুঁজে ক্ষেপে বেড়াস জনম ভরে

খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে
খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে

তোর নাই অবসর, নাইকো দোসর ভবের মাঝে
তোর নাই অবসর, নাইকো দোসর ভবের মাঝে
তোরে চিনতে যে চাই, সময় না পাই নানান কাজে
ওরে, তুই কী শুনাতে এত প্রাতে মরিস ডেকে?
এ যে বিষম জ্বালা
এ যে বিষম জ্বালা ঝালাপালা, দিবি সবায় পাগল করে

খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে
খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে

ওরে, তুই কী এনেছিস, কী টেনেছিস ভাবের জালে?
তার কি মূল্য আছে কারো কাছে কোনো কালে?

খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে
খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে

আমরা লাভের কাজে হাটের মাঝে ডাকি তোরে
আমরা লাভের কাজে হাটের মাঝে ডাকি তোরে
তুই কি সৃষ্টিছাড়া, নাইকো সাড়া, রয়েছিস কোন নেশার ঘোরে?
এ জগৎ আপন মতে আপন পথে চলে যাবে
বসে তুই আর-এক কোণে
বসে তুই আর-এক কোণে নিজের মনে নিজের ভাবে

খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে
খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে

ওরে ভাই, ভাবের সাথে ভবের মিলন হবে কবে
মিছে তুই তারি লাগি আছিস জাগি না জানি কোন আশার জোরে

খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে
খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link