Dakbona Dakbona Amon Kore

ডাকব না, ডাকব না
অমন করে বাইরে থেকে ডাকব না
পারি যদি অন্তরে তার ডাক পাঠাব, আনব ডেকে
না, না, না

ডাকব না, ডাকব না
অমন করে বাইরে থেকে ডাকব না

দেবার ব্যথা বাজে আমার বুকের তলে
নেবার মানুষ জানি নে তো কোথায় চলে
দেবার ব্যথা বাজে আমার বুকের তলে
নেবার মানুষ জানি নে তো কোথায় চলে
এই দেওয়া-নেওয়ার মিলন আমার ঘটাবে কে
না, না, না

ডাকব না, ডাকব না
অমন করে বাইরে থেকে ডাকব না

মিলবে না কি মোর বেদনা তার বেদনাতে
গঙ্গাধারা মিশবে নাকি কালো যমুনাতে গো
মিলবে না কি মোর বেদনা তার বেদনাতে

আপনি কী সুর উঠল বেজে
আপনা হতে এসেছে যে
আপনি কী সুর উঠল বেজে
আপনা হতে এসেছে যে
গেল যখন আশার বচন গেছে রেখে
না, না, না

ডাকব না, ডাকব না
অমন করে বাইরে থেকে ডাকব না
পারি যদি অন্তরে তার ডাক পাঠাব, আনব ডেকে
না, না, না

ডাকব না, ডাকব না
অমন করে বাইরে থেকে ডাকব না



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link