Panchta Na Bajtei ..

গল্পসল্প

পাঁচটা না বাজতেই ভুলুরাম শর্মা সে
টেরিটি বাজারে গেল মনিবের ফরমাশে
মরেছে অতুল মামা, আজি তারি শ্রাদ্ধের
জোগাড় করতে হবে নানাবিধ খাদ্যের
বাবু বলে, "ভুলো না হে, আরো চাই দরমা"
"ভোলা কি সহজ কথা?" বলে ভুলু শর্মা
কাঁকরোল কিনে বসে, কাঁচকলা কিনতে
শাকআলু কচু কিনা পারে না সে চিনতে

বকুনি খেয়েছে যেই মাছওলা মিনসের
তাড়াতাড়ি কিনে বসে কামরাঙা তিন সের
বাবু বলে, "কামরাঙা এতগুলো হবে কি?"
ভুলু বলে, "কানে আমি শুনি নাই তবে কি?
দেখলেম কিনছে যে ও পাড়ার সরকার
বুঝলেম নিশ্চয় আছে এর দরকার"
কানে গুঁজে নিয়ে তার হিসাবের লেখনী
বাবু বলে, "ফিরে দিয়ে এসে তুমি এখনি"

মনিবের হুকুমটা শুনল সে হাঁ করে
ফিরে দিতে চলে গেল কিছু দেরি না করে
বললে সে, "দোকানিকে যা করেছি জব্দ
ফলগুলো ফিরে নিতে করে নি টুঁ শব্দ"
বাবু কয়, "টাকা কই?" টান দিয়ে তামাকে
ভুলু বলে, "সে কথাটা বল নি তো আমাকে
এসেছি উজাড় করে বাজারের ঝুড়িটা
দোকানির মাসি ছিল, হেসে খুন বুড়িটা"



Credits
Writer(s): Rabindra Nath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link