Jakhan Tumi Bandhchile Tar

যখন তুমি বাঁধছিলে তার, সে যে বিষম ব্যথা
যখন তুমি বাঁধছিলে তার
বাজাও, বাজাও বীণা, ভুলাও
ভুলাও, ভুলাও সকল দুখের কথা

যখন তুমি বাঁধছিলে তার, সে যে বিষম ব্যথা
যখন তুমি বাঁধছিলে তার

এতদিন যা সঙ্গোপনে
ছিল তোমার মনে মনে
আজকে আমার তারে তারে
শুনাও, শুনাও সে বারতা

যখন তুমি বাঁধছিলে তার, সে যে বিষম ব্যথা
যখন তুমি বাঁধছিলে তার

আর বিলম্ব কোরো না গো, ওই যে নেবে বাতি
দুয়ারে মোর নিশীথিনী রয়েছে কান পাতি
আর বিলম্ব কোরো না গো, ওই যে নেবে বাতি
দুয়ারে মোর নিশীথিনী রয়েছে কান পাতি

বাঁধলে যে সুর তারায় তারায়
অন্তবিহীন অগ্নিধারায়
সেই সুরে মোর বাজাও প্রাণে
বাজাও তোমার ব্যাকুলতা

যখন তুমি বাঁধছিলে তার, সে যে বিষম ব্যথা
যখন তুমি বাঁধছিলে তার, সে যে বিষম ব্যথা
যখন তুমি বাঁধছিলে তার



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link