Dhire Dhire

বৃষ্টি হয়েছিল পথে সেদিন অনন্ত মধ্যরাতে
বাসা ভেঙে গিয়েছিল, গাছগুলি পেয়েছিল হাওয়া
সুপুরিডানার শীর্ষে রূপোলি জলের প্রভা ছিল

আর ছিল অন্ধকারে, হদৃয়রহিত অন্ধকারে
মাটিতে শোয়ানো নৌকো, বৃষ্টি জমে ছিল তার বুকে
ভেজা বাকলের শ্বাস শূন্যের ভিতরে স্তব্ধ ছিল

মাটি ও আকাশ শুধু সেতু হয়ে বেঁধেছিল ধারা
জীবনমৃত্যুর ঠিক মাঝখানে বায়বীয় জাল
কাঁপিয়ে নামিয়েছিল অতীত, অভাব, অবসাদ

পাথরপ্রতিমা তাই পাথরে রেখেছে সাদা মুখ
আর তার চারধারে ঝরে পড়ে বৃষ্টি অবিরল
বৃষ্টি নয়, বিন্দুগুলি শেফালি টগর গন্ধরাজ

মুছে নিতে চায় তার জীবনের শেষ অপমান
বাসাহীন শরীরের উড়ে যাওয়া ম্লান ইশারাতে
বৃষ্টি হয়েছিল বুকে সেদিন অনন্ত মধ্যরাতে

ধীরে ধীরে ধীরে বও, ওগো উতল হাওয়া
নিশীথরাতের বাঁশি বাজে, শান্ত হও গো
শান্ত হও, ওগো উতল হাওয়া
ধীরে ধীরে ধীরে বও, ওগো উতল হাওয়া

আমি প্রদীপশিখা তোমার লাগি ভয়ে ভয়ে একা জাগি
প্রদীপশিখা তোমার লাগি ভয়ে ভয়ে একা জাগি
মনের কথা কানে কানে
মনের কথা কানে কানে মৃদু মৃদু কও
কও, ওগো উতল হাওয়া

ধীরে ধীরে ধীরে বও, ওগো উতল হাওয়া

তোমার দূরের গাথা, তোমার বনের বাণী
ঘরের কোণে দেহো আনি
তোমার দূরের গাথা, তোমার বনের বাণী
ঘরের কোণে দেহো আনি

আমার কিছু কথা আছে ভোরের বেলায় তারার কাছে
আমার কিছু কথা আছে ভোরের বেলায় তারার কাছে
সেই কথাটি তোমার কানে
সেই কথাটি তোমার কানে চুপি চুপি লও
লও, ওগো উতল হাওয়া

ধীরে ধীরে ধীরে বও, ওগো উতল হাওয়া
ধীরে ধীরে ধীরে বও, ওগো উতল হাওয়া



Credits
Writer(s): Jaipuri Hasrat, Dalip Verman
Lyrics powered by www.musixmatch.com

Link