Anondoloke Mongolaloke

(আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর)
(আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর)
মহিমা তব উদ্ভাসিত মহাগগনমাঝে
মহিমা তব উদ্ভাসিত মহাগগনমাঝে
(বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে)
(আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর)

গ্রহ-তারক, চন্দ্র-তপন ব্যাকুল দ্রুত বেগে
গ্রহ-তারক, চন্দ্র-তপন ব্যাকুল দ্রুত বেগে
(করিছে পান, করিছে স্নান, অক্ষয় কিরণে)

(আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর)

ধরণী 'পর ঝরে নির্ঝর, মোহন মধু শোভা
ধরণী 'পর ঝরে নির্ঝর, মোহন মধু শোভা
(ফুলপল্লব-গীতগন্ধ-সুন্দর-বরনে)

(আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর)



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link