Esho Hey Prano Sokha

এসো হে, এসো হে প্রাণে, প্রাণসখা
এসো হে, এসো হে প্রাণে, প্রাণসখা
আঁখি তৃষিত অতি, আঁখিরঞ্জন
আঁখি তৃষিত অতি, আঁখিরঞ্জন
আঁখি ভরিয়া মোরে দেহো দেখা
এসো হে, এসো হে প্রাণে, প্রাণসখা

খুলিয়া প্রাণের আধো লাজ বসন
জীবন মন্দিরে পেতেছি আসন
খুলিয়া প্রাণের আধো লাজ বসন
জীবন মন্দিরে পেতেছি আসন
বোসো হে বিরহক্লেশনাশন
কন্ঠে লহ মম মালিকা

এসো হে, এসো হে প্রাণে, প্রাণসখা

আমায় ডোবাও যদি, ডোবে কি সাগর?
নতুন ঝিনুকে লাগে পুরোনো আদর
আমায় ডোবাও যদি, ডোবে কি সাগর?
নতুন ঝিনুকে লাগে পুরোনো আদর
তন্দ্রা আমায় দেয় অস্থিরতা
তন্দ্রা আমায় দেয় অস্থিরতা

কাছে থেকে যা পেয়েছি তাই তো কথা
ছুঁয়ে গেলে মরে যাই এমন স্পন্দে তাই
ছোঁবো না, ছোঁবো না ওই কল্পলতা
এসো তবে দূরে এসো নীরবতা
এসো তবে দূরে এসো নীরবতা



Credits
Writer(s): Atul Prasad, Sudip Bandyopadhay
Lyrics powered by www.musixmatch.com

Link