Junglee

আমরা এখানে ফুয়াদ কে নিয়ে কথা বলতে এসেছি
কোন ফুয়াদ?
সেই হিংস্র ফুয়াদ?
ইয়েস, এই হলো সেই জংলী ফুয়াদ
এবং ফুয়াদ হলো বাঘের মতো হিংস্র
নাকি গাধার মতো হিংস্র?
বাঘের মতনও হিংস্র, গাধার মতনও হিংস্র
সে কী এক যৌবন জ্বালায় উত্তপ্ত, বিষন্ন এক হিংস্র জানোয়ার?
ফুয়াদ হলো একটা যৌন জানোয়ার
ওহ মাই গড!
দিস ইজ দ্যা ফুয়াদ, তুমি এখনো জানো না!
ফুয়াদ ভালোবাসার দানব
আমি বন্য, প্রিয় বন্য
আমরা হিংস্র
আমরা বন্য
বন্য... বন্য...

হাস নাচে খালে বিলে
পাখি নাচে ডালে
বুড়ো প্রেমিক নাচতে গেলে
জটলা লাগে তালে

হাস নাচে খালে বিলে
ভ্রমর নাচে ফুলে
বন্য প্রেমিক নাইচ্চা গেলে
মাথায় পানি ঢালে

শচীনদা কয় নিশিতে
যাইয়ো ফুলোবনে
আন্ধার রাতে বন-জঙ্গলে
মানুষ কী ডিম পাড়ে

বন্য মানুষ বন্য দেহ
বন্য মনের বাসনা
ভদ্র সাজে বন্য মানুষ
বন্য মুখের ভদ্রতা

হাস নাচে খালে বিলে
পাখি নাচে ডালে
বুড়ো প্রেমিক নাচতে গেলে
জটলা লাগে তালে

হাস নাচে খালে বিলে
ভ্রমর নাচে ফুলে
বন্য প্রেমিক নাইচ্চা গেলে
মাথায় পানি ঢালে

ছাদের উপর সিঁড়ি ঘরে
ধান ক্ষেতে আর পাঠশালায়
বাংলা বলো ইংলিশ বলো
কারে পাবে কোন শালায়

বন্য মানুষ বন্য দেহ
বন্য মনের বাসনা
বন্য দাদা বন্য নানা
পাশের বাড়ির আন্টিটা

বন্য নাচে গুলশানে
মতিঝিলের চক্করে
পুরান ঢাকার দাড়িওয়ালা
মাইঙ্কার চিপায় ফাল পাড়ে

বন্য গুরু বন্য বিশ্ব
বন্য আমাদের কৃষ্ণ
বন্য তুমি বন্য আমি
বন্য তোমার রোমিও

হাস নাচে খালে বিলে
ভ্রমর নাচে ফুলে
বন্য প্রেমিক নাইচ্চা গেলে
মাথায় পানি ঢালে

ম্যাথম্যাটিকস কোচিংয়ে
গাড়িতে আর বাড়িতে
ডিস্টিং ডিস্টিং গানটা ছেড়ে
বন্য হবে সবখানে

বন্য হচ্ছে সিলেটে
রমনা পার্কে ঝোপের পিছে
খাচ্চোর বাড়িআলা ব্যাটা
তৃতীয় কন্যার সাথে

বন্য হচ্ছে মোবাইল ফোনে
MSN আর Yahoo-তে
Belltalk এ খাচ্চোর বুড়া
বন্য কথা টাইপ করে

বন্য পোলা বন্য মাইয়া
বন্য তাদের বাবা-মা
বন্য আমি বন্য তুমি
পাশের বাড়ির আপাটা

বন্য মোদের বেজবাবা
বন্য যে তার চামচারা
বন্য বেজের বন্য সুরে
কান্দে...
হাচ্চু!

খালেদ ভাইয়ের বন্য হাসি
বন্য জালালের বাঁশি
বন্য চিন্টু, সুমন, পিন্টু
বন্য এই বিশ্ববাসী



Credits
Writer(s): Sheikh Adnan Almuqtadir
Lyrics powered by www.musixmatch.com

Link