Tomari Name Nayano Melinu

তোমারি নামে নয়ন মেলিনু পুণ্যপ্রভাতে আজি
তোমারি নামে খুলিল হৃদয়শতদলদলরাজি
তোমারি নামে নয়ন মেলিনু

তোমারি নামে নিবিড় তিমিরে ফুটিল কনকলেখা
তোমারি নামে নিবিড় তিমিরে ফুটিল কনকলেখা
তোমারি নামে উঠিল গগনে কিরণবীণা বাজি

তোমারি নামে নয়ন মেলিনু

তোমারি নামে পূর্বতোরণে খুলিল সিংহদ্বার
বাহিরিল রবি নবীন আলোকে দীপ্ত মুকুট মাজি
তোমারি নামে পূর্বতোরণে খুলিল সিংহদ্বার
বাহিরিল রবি নবীন আলোকে দীপ্ত মুকুট মাজি

তোমারি নামে জীবনসাগরে জাগিল লহরীলীলা
তোমারি নামে জীবনসাগরে জাগিল লহরীলীলা
তোমারি নামে নিখিল ভুবন বাহিরে আসিল সাজি

তোমারি নামে নয়ন মেলিনু পুণ্যপ্রভাতে আজি
তোমারি নামে খুলিল হৃদয়শতদলদলরাজি
তোমারি নামে নয়ন মেলিনু



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link