Ghum Ghum E Shofor

কথা ছিল ঘুম ঘুম এ সফর
কথা ছিল কে জাগবে প্রহর
আমাদের বুকে ঘুমোয় রাতভোর
কবেকার কোন পুরোনো শহর

বাইপাস থেকে ডাইনে ঘুরে
গা ছমছম রাতদুপুরে
মন কেমনের হৃদয় ঘুরে যাই
বাইপাস থেকে ডাইনে বায়ে
লাল নীল আলো স্মৃতির গায়ে
মন কেমনের গরম চায়ে পাই

ফেলে আসা signal, এলোমেলো shortcut
স্বপ্ন স্বপ্ন এ রাত
Speed তোলে canteen, চোখ মেলে classroom
গল্প গল্প এ রাত

ফেলে আসা signal, এলোমেলো shortcut
স্বপ্ন স্বপ্ন এ রাত
Speed তুলে canteen, চোখ মেলে classroom
গল্প গল্প এ রাত

কথা ছিল counter-এর ধোঁয়ায়
বেঁচে থাকা একে অন্যের ছোঁয়ায়
এই জীবন উঁচু আর নিচু
বন্ধুরা আজ নিলো পিছু

বাইপাস থেকে ডাইনে ঘুরে
গা ছমছম রাতদুপুরে
মন কেমনের হৃদয় ঘুরে যাই
বাইপাস থেকে ডাইনে বায়ে
লাল নীল আলো স্মৃতির গায়ে
মন কেমনের গরম চায়ে পাই

ফেলে আসা signal, এলোমেলো shortcut
স্বপ্ন স্বপ্ন এ রাত
Speed তুলে canteen, চোখ মেলে classroom
গল্প গল্প এ রাত

ফেলে আসা signal, এলোমেলো shortcut
স্বপ্ন স্বপ্ন এ রাত
Speed তুলে canteen, চোখ মেলে classroom
গল্প গল্প এ রাত

ফেলে আসা signal, এলোমেলো shortcut
স্বপ্ন স্বপ্ন এ রাত
Speed তুলে canteen, চোখ মেলে classroom
গল্প গল্প এ রাত

ফেলে আসা signal, এলোমেলো shortcut
স্বপ্ন স্বপ্ন এ রাত
Speed তুলে canteen, চোখ মেলে classroom
গল্প গল্প এ রাত



Credits
Writer(s): Anindya Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link