Mukh Tule Takio Na Aar (From "Sesher Golpo")

মুখ তুলে তাকিয়ো না আর
ভালোবাসা যদি ছেড়ে যায়

মুখ তুলে তাকিয়ো না আর
ভালোবাসা যদি ছেড়ে যায়
অপেক্ষা হাজার বছর
তারা ঢাকা মেঘের পাড়ায়
সময়ের গাড়ি ছুটে যায়
ক্লান্ত এ হাতের রেখায়

অভিসারে ভেসে ওঠে
পুড়ে যাওয়া কথা ঠোঁটে
ডুবে যেতে ছিল রাজি
হেরে যাওয়া মন ডুবে যায়, ডুবে যায়

অভিসারে ভেসে ওঠে
পুড়ে যাওয়া কথা ঠোঁটে
ডুবে যেতে ছিল রাজি
হেরে যাওয়া মন ডুবে যায়, ডুবে যায়

দু'চোখে জল, কোলাহল থেমে যায় আজ
দু'জনে দুই কিনারায়

যদি পারো বলো তাকে
একা একা কোনো বাঁকে
ডাকনামে যদি ডাকে
ফেলে আসা গান খুঁজে পায়, খুঁজে পায়

যদি পারো বলো তাকে
একা একা কোনো বাঁকে
ডাকনামে যদি ডাকে
ফেলে আসা গান খুঁজে পায়, খুঁজে পায়

খেয়ালি সুর যতদূর ভেসে যেতে চায়
সে সুর মেঘ কুয়াশায়

মুখ তুলে তাকিয়ো না আর
ভালোবাসা যদি ছেড়ে যায়
অপেক্ষা হাজার বছর
তারা ঢাকা মেঘের পাড়ায়
সময়ের গাড়ি ছুটে যায়
ক্লান্ত এ হাতের রেখায়

মুখ তুলে তাকিয়ো না আর
ভালোবাসা যদি ছেড়ে যায়



Credits
Writer(s): Rajib Chakraborty, Joy Sarkar
Lyrics powered by www.musixmatch.com

Link