Rongila Re - Tui Ami Ar Rupkotha

কই গেলা রে, কই রইলাই রে
কই গেলা রে, বন্ধু, কই রইলাই রে
আমারে ছাড়িয়া, বন্ধু, কই গেলা রে

বন্ধু রঙ্গিলা, রঙ্গিলা, রঙ্গিলা রে, রঙ্গিলা
বন্ধু রঙ্গিলা, রঙ্গিলা, রঙ্গিলা রে, রঙ্গিলা

কই গেলা রে, কই রইলাই রে
কই গেলা রে, বন্ধু, কই রইলাই রে
আমারে ছাড়িয়া, বন্ধু, কই গেলা রে

বন্ধু রঙ্গিলা, রঙ্গিলা, রঙ্গিলা রে, রঙ্গিলা
বন্ধু রঙ্গিলা, রঙ্গিলা, রঙ্গিলা রে, রঙ্গিলা

তুমি হইয়ো চন্দর বন্ধু, আমি গাঙের পানি
জোয়ারে-ভাটাতে হবে নিতই জানাজানি রে
নিতই জানাজানি

তুমি হইয়ো ফুল রে বন্ধু, আমি হবো হাওয়া
দেশ-বিদেশে ঘুরবো আমি হইয়া মাতেলা রে
হইয়া মাতেলা রে

আমারে ছাড়িয়া, বন্ধু, কই গেলা রে বন্ধু

বন্ধু রঙ্গিলা, রঙ্গিলা, রঙ্গিলা রে, রঙ্গিলা
বন্ধু রঙ্গিলা, রঙ্গিলা, রঙ্গিলা রে, রঙ্গিলা

সেকালে কইছিলা রে, বন্ধু, হস্ত দিয়া মাথে
তোমার মালার ফুল হয়ে ফুইটা রবো সাথে রে
ফুইটা রবো সাথে

আমার খালি কণ্ঠ খালি রইলো, না পরিলাম মালা
না আইলো রে প্রাণের পতি
হায় হায় রে, না আইলো
হায় হায়, না আইলো রে প্রাণের পতি
ডুইবা গেল বেলা রে, ডুইবা গেল বেলা

বন্ধু রঙ্গিলা, রঙ্গিলা, রঙ্গিলা রে, রঙ্গিলা
বন্ধু রঙ্গিলা, রঙ্গিলা, রঙ্গিলা রে, রঙ্গিলা
বন্ধু রঙ্গিলা, রঙ্গিলা, রঙ্গিলা রে



Credits
Writer(s): Sachin Dev Burman, The Folk Diaryz
Lyrics powered by www.musixmatch.com

Link