Chaap Nishna

গোলা ছিলো ভোরে ভোরে
ছিলাম আমি ঘুমের ঘরে
তাই তো হায় টের পাইলাম না

ও চলনে বলনে গরনে বরনে
তুই যে একটু বেশি
থমক লচক ঝটক মটক
তরে যে ভালোবাসি
ও পাকা ধানে মই দিলো কে
কও নারে মাইয়া
কাটা ঘায়ে নুন ছড়াস না
ও নাগর ওরে চেপে যা চাপ নিস না
গোলা যা ফুকে গেলো চোর ধরে আনো

এত বড় কান্ড হলো তোমরা কি যানো
লেয়লা আর মজনু জানে, শিরি-ফরহাদ জানে
লেয়লা আর মজনু জানে, শিরি-ফরহাদ জানে
নাগর কানাই কে হলো তোর ও সখি কন্যা
চেপে যা চাপ নিস না

ও নাগর ওরে চেপে যা চাপ নিস না
মেনে ইয়ে সোচা তেরে হি সাংগ

বিত যায়ে এ জাওয়ানি
মে বান জাউ রাজা তেরে
তু বান যা মেরে রানী
সারি দুনিয়া কি সের কারেনঙ্গি
কিসি কি বাপ সে নেহি ডারেঙ্গিগে
মুন্নি শিলা পার ডল বিভি কি
তেরে আগে ও জানিয়ে
হায় পিঠে পুলি মিঠে গুলি

টেষ্টি যে তোর মুখের বুলি
ও নজরে মাইরো না আর মাইরো না
আশিক যে মরে জানি
এই জান সবার বেগম রানী
সয়ে না... এই জ্বালাতন আর সয়ে না

ও চলনে বলনে গরনে বরনে
তুই যে একটু বেশি
থমক লচক ঝটক মটক
তরে যে ভালোবাসি
ও পাকা ধানে মই দিলো কে
কও না রে মাইয়া
কাটা ঘায়ে নুন ছড়াস না
ও নাগর ওরে চেপে যা চাপ নিস না
কাটা ঘায়ে নুন ছড়াস না
ও নাগর ওরে চেপে যা চাপ নিস না



Credits
Writer(s): Lipi, Anjjan Bhattacharya
Lyrics powered by www.musixmatch.com

Link