Amaar Premer Gaan

আমার জিভটা এখনও আমারই জিভ
আমার গলাটা এখনও আমারই গলা
কেটে উপহার দিইনি কাউকে আমি
অভ্যেস আজও সময়ের কথা বলা

আমার জিভটা এখনও আমারই জিভ
আমার গলাটা এখনও আমারই গলা
কেটে উপহার দিইনি কাউকে আমি
অভ্যেস আজও সময়ের কথা বলা

কৈফিয়তের পরোয়া করি না আমি
লালগড় তীর ধনুকে বিবেক বন্দী
সংসদে কিছু পারিনি বলতে তবু
করবে না গান কোনো অন্যায় সন্ধি
করবে না গান কোনো অন্যায় সন্ধি

মেলাতে পারি না, রাজনীতি নেই ধাতে
Politics করা আমার কম্ম নয়
তিন এক্কে চার জীবনের ধারাপাতে
এখনও ললিতে আমার সকাল হয়

পাল্টাতে চায় জানালার কাঁচে হাওয়া
পরিবর্তন ঘটছে ঘটবে তাই
বিরুদ্ধ স্রোতে এই গান গেয়ে যাওয়া
সময়ের কথা কেউ কেউ বলে যাই

গদির লড়াই চলুক যেখানে চলে
হৃদয়ে লড়াই স্বাধীনতা স্বাধীনতা
আমার গিটার মুক্তির কথা বলে
রাজনীতি নয়, প্রেমে পড়ার কথা

আবার পড়ছি, প্রেমেই পড়ছি আমি
ধনুকের ছিলা কামনায় টানটান
৬০ পেরিয়েও আদরের কাছে থামি
তোমার চুমুতে আমার প্রেমের গান
তোমার জন্য আমার প্রেমের গান



Credits
Writer(s): Suman Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link