Chuti

এলোমেলো কথাগুলো বুকের পাঁজরে বাসা বাঁধে
পুরনো দিনের স্মৃতি হাওয়ায় উড়িয়ে নিয়ে যায়
অতীতের নেশা ফিরে আসে অপরিচিত স্বাদে
সব কিছু ছেড়ে ছুড়ে খালি পায়ে হেটে যেতে চায়

ফেলে আসা বেহিসাবি দিনগুলো মুছে ফেলে চলো যাই
না হয় নতুন করে লিখে দিব গল্পটাই

এখানে সকাল ঘুমের ঘোরে স্বপ্ন খুঁজে যায়
এখানে স্বপ্ন সবার চুপি আসে
এখানে মানুষ দুঃখ ভুলে আকাশ ছুঁতে চায়
এখানে মানুষ মানুষকে ভালোবাসে

সাদা-কালো কালো-সাদা পৃথিবী জ্বলছে এই শহরে
ভালোবাসা কেনা বেচা, ঘরে বসে সমানের গান
তবুও নিজের মধ্যে কেন নিজেকে হারায় বারে বারে
হাতছানি দেয় খালি রাস্তার বাউলিয়া টান

তুমিও তো বারে বারে চলে যেতে চাও তবুও আঁকড়ে রাখি
শেকড় ছিঁড়ব বলে তোমার চোখেই এসে থাকি

এখানে তোমার অচেনা ভাষায় স্তব্ধতার প্রশ্রয়
এখানে তোমার গল্প ভেসে আসে
এখানে মানুষ দুঃখ ভুলে আকাশ ছুঁতে চায়
এখানে মানুষ মানুষকে ভালোবাসে



Credits
Writer(s): Kabir Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link