Oi Dakche Aakash

ঐ ডাকছে আকাশ
যদি একটু তাকাস
মনে রামধনু রং এঁকেছি

ঐ একমুঠো নীল
উড়ো হাওয়ার মিছিল
তোর আলগা সোহাগ মেখেছি

একবার আলতো ছোঁয়ায়
তোর ঐ খালি পায়
বালিয়াড়ি হয়ে মরেছি

যদি বাঁচতে বলিস
সব মিথ্যে নালিশ
আমি হাজার বছর বেঁচেছি

ঐ ডাকছে আকাশ
যদি একটু তাকাস
মনে রামধনু রং এঁকেছি

ঐ একমুঠো নীল
উড়ো হাওয়ার মিছিল
তোর আলগা সোহাগ মেখেছি

এই ব্যস্ত শহর
তোর আসার খবর
দিতে একছুটে আসলো আমায়

তোর নামের ফলক
মনে খুশির ঝলক
বুকে ঝড়ো হাওয়া
কে আর থামায়

একবার আলতো ছোঁয়ায়
তোর ঐ খালি পায়
বালিয়াড়ি হয়ে মরেছি

যদি বাঁচতে বলিস
সব মিথ্যে নালিশ
আমি হাজার বছর বেঁচেছি

নীল মেঘের পালক
আজ সব তোরই হোক
উপহার দেবো, চাইছি তোকে

রোদ মখমলে দিন
আজ ভীষণ রঙিন
একা বয়ে চলা ঢেউ এ বুকে

একবার আলতো ছোঁয়ায়
তোর ঐ খালি পায়
বালিয়াড়ি হয়ে মরেছি

যদি বাঁচতে বলিস
সব মিথ্যে নালিশ
আমি হাজার বছর বেঁচেছি



Credits
Writer(s): Jeet Ganguly, Raja Chanda
Lyrics powered by www.musixmatch.com

Link