Maa

তুমি নরম ফুলের গান
তুমি গরম ভাতের ভাপ
তুমি অভিমানের চুপ
তুমি কান্না জমা মোম

তুমি নরম ফুলের গান
তুমি গরম ভাতের ভাপ
তুমি অভিমানের চুপ
তুমি কান্না জমা মোম

আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা
আমি তোমার চোখের তারায় বাঁচি মা
আমি তোমার মায়ায় মায়ায় থাকি মা
আমি তোমায় হাওয়ায় আবার ডাকি মা
আমি তোমায় ভালোবাসায় মুড়ে, রাখি মা

নেই কোনো মাটির ঘরের কোন
গোধূলির শাঁকের আওয়াজ
কাজল লতার আলো টিপ
চাদর বিছিয়ে দেওয়া ভোর
আমি ভালোবাসায় তোমায় মুড়ে, রাখি মা

আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা
আমি তোমার চোখের তারায় বাঁচি মা
আমি তোমার মায়ায় মায়ায় থাকি মা
আমি তোমায় হাওয়ায় আবার ডাকি মা

তুমি মনের ভেতর মন
তুমি পাখির চোখের ঘর
তুমি জ্বরের ঘোরের উম
তুমি ভোরের ঘুমের হাত

তুমি মনের ভেতর মন
তুমি পাখির চোখের ঘর
তুমি জ্বরের ঘোরের উম
তুমি ভোরের ঘুমের হাত

আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা
আমি তোমার চোখের তারায় বাঁচি মা
আমি তোমার মায়ায় মায়ায় থাকি মা
আমি তোমায় হাওয়ায় আবার ডাকি মা

আমি তোমায় ভালোবাসায় মুড়ে, রাখি মা



Credits
Writer(s): Anindya Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link