Bol Na Bol Na

বল না, বল না, একবার বল না রইবি এ বুকে
তোকে সঙ্গে নিয়ে ঠিক পালাবো অনেক দূরে
চল না, চল না, হাতটা ধর না, আমার সাথে চল
তোকে বুকে বেঁধে ঘর বসাবো অচিনপুরে
স্বার্থ ভরা এ দুনিয়ার মায়া ছেড়ে চল হই ফেরার
স্বার্থ ভরা এ দুনিয়ার মায়া ছেড়ে চল হই ফেরার
বুঝবি বাঁচার আসল মানে, ভাঙ রে মন খাঁচা

তুই ছাড়া এ মন, শূন্য সারাক্ষণ
চল নতুন করে আবার জীবন শুরু করি, চল
তুই ছাড়া এ মন, শূন্য সারাক্ষণ
চল নতুন করে আবার জীবন শুরু করি, চল

তোর কাজল আঁখি, মন চায় শুধু দেখি
গায়ে জোছনা মেখে চল কোলে মাথা রাখি
তোর কাজল আঁখি, মন চায় শুধু দেখি
গায়ে জোছনা মেখে চল কোলে মাথা রাখি
গায়ে জোছনা মেখে চল কোলে মাথা রাখি
সোহাগে, আদরে তোকে লাজে রাঙাবো
তোর হাতেও নিজেকে আমি সঁপে যে দেবো

তুই ছাড়া এ মন, শূন্য সারাক্ষণ
চল নতুন করে আবার জীবন শুরু করি, চল
তুই ছাড়া এ মন, শূন্য সারাক্ষণ
চল নতুন করে আবার জীবন শুরু করি, চল

ওই শাওন মেঘে ঝরলে বৃষ্টি কি
জোর করে বেঁধে রাখবি মন পাখি?
ওই শাওন মেঘে ঝরলে বৃষ্টি কি
জোর করে বেঁধে রাখবি মন পাখি?
জোর করে বেঁধে রাখবি মন পাখি?
বাদলের মাদলে সঙ্গে নাচবো
নিজেদের মতো করে চল না বাঁচবো

তুই ছাড়া এ মন, শূন্য সারাক্ষণ
চল নতুন করে আবার জীবন শুরু করি, চল
তুই ছাড়া এ মন, শূন্য সারাক্ষণ
চল নতুন করে আবার জীবন শুরু করি, চল

ও বল না, বল না, একবার বল না রইবি এ বুকে
তোকে সঙ্গে নিয়ে ঠিক পালাবো অনেক দূরে
চল না, চল না, হাতটা ধর না, আমার সাথে চল
তোকে বুকে বেঁধে ঘর বসাবো অচিনপুরে
স্বার্থ ভরা এ দুনিয়ার মায়া ছেড়ে চল হই ফেরার
স্বার্থ ভরা এ দুনিয়ার মায়া ছেড়ে চল হই ফেরার
বুঝবি বাঁচার আসল মানে, ভাঙ রে মন খাঁচা

তুই ছাড়া এ মন, শূন্য সারাক্ষণ
চল নতুন করে আবার জীবন শুরু করি, চল
তুই ছাড়া এ মন, শূন্য সারাক্ষণ
চল নতুন করে আবার জীবন শুরু করি, চল

তুই ছাড়া এ মন, শূন্য সারাক্ষণ
চল নতুন করে আবার জীবন শুরু করি, চল
তুই ছাড়া এ মন, শূন্য সারাক্ষণ
চল নতুন করে আবার জীবন শুরু করি, চল



Credits
Writer(s): Pritam
Lyrics powered by www.musixmatch.com

Link