Jochonay Jaye Bhore Jaye

জোছনায় যায় ভরে যায়
এই রাত কানায় কানায়
তুমি আজ আসবে বলে
লাগলো মাতন পাখির গাওয়ায়

জোছনায় যায় ভরে যায়
এই রাত কানায় কানায়
তুমি আজ আসবে বলে
লাগলো মাতন পাখির গাওয়ায়
জোছনায় যায় ভরে যায়

রজনীর গন্ধরাজে বাতাসের নুপুর বাজে
রজনীর গন্ধরাজে বাতাসের নুপুর বাজে
বনানী চমকে ওঠে করবে কি তা বোঝে না যে
শিশিরের শব্দ জাগে কুঞ্জশাখার পাতায় পাতায়

জোছনায় যায় ভরে যায়
এই রাত কানায় কানায়
তুমি আজ আসবে বলে
লাগলো মাতন পাখির গাওয়ায়
জোছনায় যায় ভরে যায়

কতদিন পরে আবার এলো দিন স্বপ্ন দেখার
কতদিন পরে আবার এলো দিন স্বপ্ন দেখার
তাকিয়ে দেখছে দু'চোখ এই যে লগন তোমার আমার
তোমার এই আসার খবর ছড়ায় আমার চাওয়ায় পাওয়ায়

জোছনায় যায় ভরে যায়
এই রাত কানায় কানায়
তুমি আজ আসবে বলে
লাগলো মাতন পাখির গাওয়ায়

জোছনায় যায় ভরে যায়
এই রাত কানায় কানায়
তুমি আজ আসবে বলে
লাগলো মাতন পাখির গাওয়ায়
জোছনায় যায় ভরে যায়



Credits
Writer(s): Pulak Banerjee, Arup Pronoy
Lyrics powered by www.musixmatch.com

Link