Hinglaj – Ke Jane Maa Tabo Maya - Studio

শিব চরিতে ৫১ পীঠের বর্ণনায়
প্রথম পীঠের নাম দেওয়া হয়েছে হিঙ্গুলা
শিব চরিতের মতে হিঙ্গুলাতে পড়েছিল সতীর ব্রহ্মরন্ধ্র
দেবীর নাম কোট্টরী
ভৈরবের নাম ভীমলোচন
হিঙ্গুলা বা হিঙলা যে পরেছে সতীর ব্রহ্মরন্ধ্র
ঋগ্বেদে স্পন্দন বা শব্দের অন্তর্নিহিতা দেবী হলেন প্রকৃতি বা শক্তি
তার নাম বাক, গৌ, গাভী
বাক-গাভীর প্রথম স্ফুরণ ধ্বনি হল হিং
ব্রহ্মরন্ধ্র হল সৃষ্টির উৎস
দেহতত্ত্বের মতে, তন্ত্রের মতে
তাই চেতনাকে ব্রহ্মরন্ধ্রে নিয়ে যেতে পারলে
মেলে পরম মুক্তি
সাম গানের প্রথমেই তাই হিং শব্দ উচ্চারণের বিধান
প্রজ্জ্বলিত অগ্নিও পুড়িত হবার মুখে শব্দ করে হিং
হিং শব্দে উচ্চারিত হবার পর অগ্নি সর্বদা থাকে ক্রিয়াযুক্ত
তাই কেউ কেউ বলেন অগ্নিকে নারী বা শক্তি
হিঙ্গুলায় ব্রহ্মরন্ধ্র হেলীলা কেশব দেবতা কোট্টরী
ভীমলোচন ভৈরব
হিঙ্গুলা পীঠে দেবী হলেন
প্রকৃতপক্ষে জ্যোতিরূপে বিরাজিতা

কে জানে মা তব মায়া
কে জানে মা তব মায়া

মহামায়া রূপিণী
মহামায়া রূপিণী
বিরাজ সর্বত্র তুমি
বিশ্ব ব্যাপিনী

কে জানে মা তব মায়া
কে জানে মা তব মায়া

প্রথমে মা মহাকালে গীতিয়ে মা
তর প্রীতিয়ে সরষে রূপা পড়িল ত্রিপুরা
চতুর্থে ভূবনেশ্বরী
পঞ্চমে ভৈরবী নারী
এমন বিচিত্রময়ী হরবুনো বিমোহিনী

কে জানে মা তব মায়া
কে জানে মা তব মায়া

ষষ্ঠে চিহ্ন মাত্রারূপে ধারণ করিলে
নিজ মন্দ খন্ড করি করিতে ধরিলে
তীর ধারে রক্ত পড়ে
এক ধারা কে যে পান করে
দু'ধারা দুই ধারে পড়ে
দুই ধারে দুই যোগীনে

কে জানে মা তব মায়া
কে জানে মা তব মায়া

সপ্তমে মা ধুমাবোতি
অষ্টমে গগলা
নবমে মাতঙ্গে রূপ
দশমে কমলা
আসা যাওয়া বারে বারে
প্রাণে তো সহে না
নিজ গুণে দয়া করো
অজ্ঞান জ্ঞান দায়িনী

কে জানে মা তব মায়া
কে জানে মা তব মায়া
কে জানে মা তব মায়া
কে জানে মা তব মায়া
কে জানে মা তব মায়া
কে জানে মা তব মায়া



Credits
Writer(s): Swagatalakshmi Dasgupta, Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link