Duniyay Kei Ba Kabe - Studio

দুনিয়ায় কে বা কবে
দিন দেখে আর মন দিয়েছে
দুনিয়ায় কে বা কবে
দিন দেখে আর মন দিয়েছে
নিজেরই অজান্তে মন
কোথায় কখন হারিয়ে গেছে

দুনিয়ায় কে বা কবে
দিন দেখে আর মন দিয়েছে

না ফোটা ফুলের কুঁড়ি
ঠিক যে কখন চোখ মেলেছে
না ফোটা ফুলের কুঁড়ি
ঠিক যে কখন চোখ মেলেছে
সে কথা বলবে কে আর
কার কানে ফুল কি করেছে

দুনিয়ায় কে বা কবে
দিন দেখে আর মন দিয়েছে

কে জানে কখন বুকে
বরনচোরা স্রোত বয়েছে
সে ধারা আপন-হারা
আলোয় ভরা কূল ছুঁয়েছে

রজনী ভোর না হতেই
বিহঙ্গ ডাক শুনিয়েছে
রজনী ভোর না হতেই
বিহঙ্গ ডাক শুনিয়েছে
কিছু না বলে কয়েই
স্বপন তো ঘুম রাঙিয়েছে

দুনিয়ায় কে বা কবে
দিন দেখে আর মন দিয়েছে
নিজেরই অজান্তে মন
কোথায় কখন হারিয়ে গেছে

দুনিয়ায় কে বা কবে
দিন দেখে আর মন দিয়েছে
দুনিয়ায় কে বা কবে
দিন দেখে আর মন দিয়েছে



Credits
Writer(s): Jatileswar Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link