Hao Dharamete Dhir

হও ধরমেতে ধীর, হও করমেতে বীর
হও উন্নত শির, নাহি ভয়
হও ধরমেতে ধীর, হও করমেতে বীর
হও উন্নত শির নাহি ভয়
ভুলি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান
সাথে আছে ভগবান, হবে জয়

হও ধরমেতে ধীর, হও করমেতে বীর
হও উন্নত শির, নাহি ভয়
হও ধরমেতে ধীর, হও করমেতে বীর
হও উন্নত শির, নাহি ভয়

৩৩ কোটি মোরা নহি কভু ক্ষীণ
হতে পারি দীন, তবু নহি মোরা হীন
৩৩ কোটি মোরা নহি কভু ক্ষীণ
হতে পারি দীন, তবু নহি মোরা হীন
ভারত গগনে পুনঃ আসিবে সুদিন
ভারত গগনে পুনঃ আসিবে সুদিন
ওই দেখো প্রভাত উদয়
ওই দেখো প্রভাত উদয়

হও ধরমেতে ধীর, হও করমেতে বীর
হও উন্নত শির, নাহি ভয়
হও ধরমেতে ধীর, হও করমেতে বীর
হও উন্নত শির, নাহি ভয়

নানা ভাষা, নানা মত, নানা পরিধান
বিবিধের মাঝে দেখো মিলন মহান
নানা ভাষা, নানা মত, নানা পরিধান
বিবিধের মাঝে দেখো মিলন মহান
দেখিয়া ভারতে মহা জাতির উত্থান
দেখিয়া ভারতে মহা জাতির উত্থান
জগজন মানিবে বিস্ময়
জগজন মানিবে বিস্ময়

হও ধরমেতে ধীর, হও করমেতে বীর
হও উন্নত শির, নাহি ভয়
হও ধরমেতে ধীর, হও করমেতে বীর
হও উন্নত শির, নাহি ভয়
ভুলি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান
সাথে আছে ভগবান, হবে জয়

হও ধরমেতে ধীর, হও করমেতে বীর
হও উন্নত শির, নাহি ভয়
হও ধরমেতে ধীর, হও করমেতে বীর
হও উন্নত শির, নাহি ভয়



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link