Sabai Mile Khela

আমাদের outdoor ছিল উত্তর বাংলায়
শিলিগুড়িতে basecamp করে
প্রায় দুদিন পরপরই একেকটা নতুন জায়গায় পৌঁছচ্ছি আমরা
ছবিতে মাঝেমাঝেই দেখবেন অনেকগুলো গাড়ির convoy
বাস, ভ্যান, এমনি গাড়ি
প্রায় সব গাড়ির গায়েই "নালক" স্টিকার আঁটা
ওরা যেন রাজার unit-এর গাড়ি
সব script cover-এই বড় বড় করে "নালক" লেখা থাকতো
যাতে যেকোনো সময় আমাদের যেকোনো unit member-কে
রাজার unit-এ চালান করে দেওয়া যায়

Shooting শুরুর দিন তিনেক আগে হঠাৎ খেয়াল হলো
"নালক" ছবিটার কোনো logo তৈরি হয়নি তো
যা হয়েছে সব খেলা-'র
আসলে filmmaker মাত্রই বুঝি এমন স্বার্থপর
রাজার ছবিটাও যে ছবি, সে কথা বেমালুম ভুলেই মেরে দিয়েছিলাম
তাড়াহুড়ো করে নিজে একটা logo design করলাম নালক-এর
সুশান্ত সেটা finish করে দিলো
তারপর সেটা artwork হয়ে ছড়িয়ে পড়লো রাজার clapboard-এ
Script-এর মলাটে, car sticker-এ
মিথ্যেমিথ্যে shooting খেলার কত সত্যি আয়োজন, না?



Credits
Writer(s): Rituparno Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link