Bola Jaye Na

স্বপ্নের মাঠে শুধু আনাগোনা
আনাগোনা শুধু তোমার
ভরা স্মৃতিপটে সবই আল্পনা
আল্পনা শুধু তোমার

হাতছানি দেখি যেন
আবছা নিশীথে কেন
তবু তো তোমাকে ছোঁয়া যায় না
ভেজা হৃদয়ের মাটি
যতই একাকী হাঁটি
তোমার ঠিকানা পথ পায় না

শুধু তোর জন্যেই রয়ে গেল
যে কথা কাউকে বলা যায় না
শুধু তোর জন্যেই রয়ে গেল
যে কথা কাউকে বলা যায় না

বলা যায় না, বলা যায় না
সে কথা কাউকে বলা যায় না
বলা যায় না, বলা যায় না
সে কথা কাউকে বলা যায় না

তুই ছায়া, তুই মায়া
তুই ছাড়া সব যায় ভুলে যাওয়া
তোর চোখে সব চাওয়া
যাবে কবে যে আবার দেখা পাওয়া

ভেবে মরে মন আর কত ক্ষণ
এই দু'নয়ন রবে তৃষিত
সারাটা জীবন চোখে ছবি তোর
গান সবই তোর অপ্রকাশিত

ভেজা হৃদয়ের মাটি
যতই একাকী হাঁটি
তোমার ঠিকানা পথ পায় না

শুধু তোর জন্যেই রয়ে গেল
যে কথা কাউকে বলা যায় না
শুধু তোর জন্যেই রয়ে গেল
যে কথা কাউকে বলা যায় না

বলা যায় না, বলা যায় না
সে কথা কাউকে বলা যায় না
বলা যায় না, বলা যায় না
সে কথা কাউকে বলা যায় না

শুধু তোর জন্যেই রয়ে গেল
সে কথা কাউকে বলা যায় না
শুধু তোর জন্যেই রয়ে গেল
সে কথা কাউকে বলা যায় না

বলা যায় না, বলা যায় না
যে কথা কাউকে বলা যায় না

শুধু তোর জন্যেই রয়ে গেল
যে কথা কাউকে বলা যায় না
শুধু তোর জন্যেই রয়ে গেল
যে কথা কাউকে বলা যায় না



Credits
Writer(s): Arko
Lyrics powered by www.musixmatch.com

Link