Mithya Kotha

মিথ্যে কথা এত বোলো না
রাত্তির জাগা এত ভালো না
মিথ্যে কথা এত বোলো না
রাত্তির জাগা এত ভালো না

জেগে যখন তবে এসো তাড়াতাড়ি
ঝড় উঠেছে আকাশে

শন-শন-শন-শন-শন-শন
হাওয়াতে মন-মন-মন-মন-মন-মন
ওড়ে জীবন-বন-বন-বন-বন-বন
ঘোরে সারাক্ষণ

শন-শন-শন-শন-শন-শন
হাওয়াতে মন-মন-মন-মন-মন-মন
ওড়ে জীবন-বন-বন-বন-বন-বন
ঘোরে সারাক্ষণ

একটা-দুটো ভাঙল না-হয়
কাঁচের বাড়ি, কাঁচের দুঃখবিলাস
দমকা হাওয়ায় উড়ল না-হয়
আঁচল খসে গেলে একটু jealous

আদ্যিকালের যত বাহানা
ওসব এখন আর চলে না
আরে, আদ্যিকালের যত বাহানা
ওসব এখন আর চলে না

জেগে যখন তবে এসো তাড়াতাড়ি
ঝড় উঠেছে আকাশে

শন-শন-শন-শন-শন-শন
হাওয়াতে মন-মন-মন-মন-মন-মন
ওড়ে জীবন-বন-বন-বন-বন-বন
ঘোরে সারাক্ষণ

শন-শন-শন-শন-শন-শন
হাওয়াতে মন-মন-মন-মন-মন-মন
ওড়ে জীবন-বন-বন-বন-বন-বন
ঘোরে সারাক্ষণ

এমন করে বলছ যেন
কাজ শুধু একা তোমারই আছে
আমরা সবাই বেকার বোধহয়
ঝড় দেখি দাঁড়িয়ে জানলার কাছে

আদ্যিকালের যত বাহানা
ওসব এখন আর চলে না
তাই মিথ্যে কথা এত বোলো না
রাত্তির জাগা এত ভালো না

জেগে যখন তখন এসো তাড়াতাড়ি
ঝড় উঠেছে আকাশে

শন-শন-শন-শন-শন-শন
হাওয়াতে মন-মন-মন-মন-মন-মন
ওড়ে জীবন-বন-বন-বন-বন-বন
ঘোরে সারাক্ষণ

শন-শন-শন-শন-শন-শন
হাওয়াতে মন-মন-মন-মন-মন-মন
ওড়ে জীবন-বন-বন-বন-বন-বন
ঘোরে সারাক্ষণ



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link