Eka Din (From "Fidaa")

একা দিন, ফাঁকা রাত নিভেছে আলো
তুই নেই, কেউ নেই লাগছে না ভালো

একা দিন, ফাঁকা রাত নিভেছে আলো
তুই নেই, কেউ নেই লাগছে না ভালো

তোর নাম না জানা অভিমানে
কত দূরে ভাসা যায়
আমি চাইছি তবু পারছি না তো
থামাতে আমায়

একা দিন, ফাঁকা রাত নিভেছে আলো
তুই নেই, কেউ নেই লাগছে না ভালো

যতবার,
আমি তোর ভাষাতে বলছি কথা ততবার
তুই ভাবলি বুঝি তা আলাদা, যতবার
আমি তোর ভাষাতে বলছি কথা ততবার
তুই ভাবলি বুঝি তা আলাদা

একা দিন, ফাঁকা রাত নিভেছে আলো
তুই নেই, কেউ নেই লাগছে না ভালো

জানি না,
তোর ঘুম আসে কি রাত্রি হলে আমিও
সেই প্রশ্ন হয়ে থাকছি জ্বলে, জানি না
তোর ঘুম আসে কি রাত্রি হলে আমিও
সেই প্রশ্ন হয়ে থাকছি জ্বলে ও ও...

তোর নাম না জানা অভিমানে
কত দূরে ভাসা যায়
আমি চাইছি তবু পারছি না তো
থামাতে আমায়

একা দিন, ফাঁকা রাত নিভেছে আলো
তুই নেই, কেউ নেই লাগছে না ভালো.



Credits
Writer(s): Prasen, Arindom
Lyrics powered by www.musixmatch.com

Link