Tumi Ele Bhorer Songlap

তুমি এলে ভোরের সংলাপ
ভোর হলে আলোর সংরাগ
আঁধারে মাখিয়ে দেয়া যেতো
আঁধার কাটে না, শতক চলে যায়
ক্লান্ত স্বপ্ন লুকিয়ে গান গায়

তুমি এলে ভোরের সংলাপ
ভোর হলে আলোর সংরাগ
আঁধারে মাখিয়ে দেয়া যেতো

তুমি এলে ভোরের রাগিণী
শোনাতে কেউ, এখনো জাগি নি
জাগানিয়া গান গাওয়া যেতো

তুমি এলে ভোরের সংলাপ
ভোর হলে আলোর সংরাগ
আঁধারে মাখিয়ে দেয়া যেতো

সময় আসে না, এসেছে অসময়
দিনের পরে দিন, বিফল অপচয়
তুমি এলে সকাল হয়তো হতো সময় কিছুটা
নয়তো দুরাশায় ভরে দেয়া যেতো

তুমি এলে ভোরের সংলাপ
ভোর হলে আলোর সংরাগ
আঁধারে মাখিয়ে দেয়া যেতো
আঁধার কাটে না, শতক চলে যায়
ক্লান্ত স্বপ্ন লুকিয়ে গান গায়

তুমি এলে ভোরের সংলাপ
ভোর হলে আলোর সংরাগ
আঁধারে মাখিয়ে দেয়া যেতো



Credits
Writer(s): Kabir Suman
Lyrics powered by www.musixmatch.com

Link