Tumio Ki Vabo

ওই মায়াজালে
পাগল আমি এখনো
তোমার চোখে (চোখে)
যে মায়া জড়ানো (জড়ানো)

এ মন খোঁজে জলপরী নিয়ন রূপকথায়
ফিরে-ফিরে ভাবি কেন শুধু তোমার কথা
তুমিও কি ভাবো আমার কথাই তোমার রূপকথায়
খুঁজে-খুঁজে ফেরো কি তুমি আমাকে ঠিক এইভাবে

রোদ এঁকে দেবো আকাশে তুমি এলে আমার কাছে
ভুল করে কোনো ডাকনামে ডেকে নেব তোমাকে
অকারণে রোজ স্বভাবে ছুঁয়ে দেব হাতটা তোমার
আধো আলো ওই রাজপথে হেঁটে যাব একসাথে

এ মন খোঁজে জলপরী নিয়ন রূপকথায়
ফিরে-ফিরে ভাবি কেন শুধু তোমার কথা
তুমিও কি ভাবো আমার কথাই তোমার রূপকথায়
খুঁজে-খুঁজে ফেরো কি তুমি আমাকে ঠিক এইভাবে



Credits
Writer(s): Rupak Tiary
Lyrics powered by www.musixmatch.com

Link