Sohag Chand

জীবনের জবর জং, পিতলে সোনার রঙ
ভিতরের প্রাণপাখি গান গাইতে জানে কি?
Glamour-এর গরম বোল, summer-এ জুতোর sole
ছ্যাঁকাতে পুড়লে পরান meter মানে কি?

কেন লোকের তালে নাচো? তুমি নিজের তালেই বাঁচো
কেউ নদীর নাচের ছন্দ জানে কি?

সোহাগ চাঁদ-
সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি
সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি
বালা, নাচো তো দেখি, বালা, নাচো তো দেখি
বালা, নাচো তো দেখি
সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি

শোনো কাকের কথা এক, বলে, "ময়ূর, পেখম দেখ"
তাকে ময়ূর বলে, "নাচতে জানো কি?"
এসে কাকের দলে যেই মিশে নাচতে গেল সেই
কী কান্ড হলো, খবর রাখো কি?

কেন লোকের তালে নাচো? তুমি নিজের তালেই বাঁচো
কেউ নদীর নাচের ছন্দ জানে কি?

সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি
সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি
বালা, নাচো তো দেখি, বালা, নাচো তো দেখি
বালা, নাচো তো দেখি
সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি

নিজে নিজের চাপেই শেষ, তুমি pressure cooker case
হয়ে ভিতর ভিতর ফুটছো কী টগবগ
আর বাইরে বেবাক চুপ, তুমি শান্ত বাটির soup
সেজে ভাবছো পেলে better হতো মদ

কেন লোকের তালে নাচো? তুমি নিজের তালেই বাঁচো
কেউ নদীর নাচের ছন্দ জানে কি?

সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ
সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি
সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি
বালা, নাচো তো দেখি, বালা, নাচো তো দেখি
বালা, নাচো তো দেখি
সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি
সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি



Credits
Writer(s): Akash Chakraborty, Savvy
Lyrics powered by www.musixmatch.com

Link