Joy Hok Joy Hok

জয় হোক, জয় হোক নব অরুণোদয়
জয়, জয়, জয় হোক, জয় হোক
পূর্বদিগঞ্চল হোক জ্যোতির্ময়
জয় হোক, জয় হোক

এসো অপরাজিত বাণী, অসত্য হানি
এসো অপরাজিত বাণী, অসত্য হানি
অপহত শঙ্কা, অপগত সংশয়

জয়, জয়, জয় হোক, জয় হোক

এসো নবজাগ্রত প্রাণ, চিরযৌবনজয়গান
এসো নবজাগ্রত প্রাণ, চিরযৌবনজয়গান

এসো মৃত্যুঞ্জয় আশা জড়ত্বনাশা
এসো মৃত্যুঞ্জয় আশা জড়ত্বনাশা
ক্রন্দন দূর হোক, বন্ধন হোক ক্ষয়

জয়, জয়, জয় হোক, জয় হোক



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link