Ay Na Aro Kache (From "Love Story")

তোকে এঁকেছি দু'পলকে
আয় না আরও কাছে তুই
ভালোবেসে তোকে ছুঁই।

মনে, রেখেছি কি গোপনে
আয়না আরও কাছে তুই
ভালোবেসে তোকে ছুঁই।
আমি তোর আদোরে আজ
হবো একলা মহারাজ,
তোকে মাখবো নিরালায়, সারা গায়
তোকে এঁকেছি দু'পলকে
আয় না আরও কাছে তুই
ভালোবেসে তোকে ছুঁই।

বারণ ভুলে সব, আরও কাছে আয়
আড়াল ভেঙে দিয়েছি, ঠোঁটের ইশারায়।
আমি তোর আদোরে আজ
হবো একলা মহারাজ,
তোকে মাখবো নিরালায়, সারা গায়
তোকে এঁকেছি দু'পলকে
আয় না আরও কাছে তুই
ভালোবেসে তোকে ছুঁই।

তুলোর মতো তুই, ফুলের মতো লাল
বুকের মাঝে এইরকম থাকিস চিরকাল।
আমি তোর আদোরে আজ
হবো একলা মহারাজ,
তোকে মাখবো নিরালায়, সারা গায়
তোকে এঁকেছি দু'পলকে
আয় না আরও কাছে তুই
ভালোবেসে তোকে ছুঁই।



Credits
Writer(s): Souvik Gupta, Dipangshu Acharya
Lyrics powered by www.musixmatch.com

Link