Dhanya Dhanya

ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে
বেঁধেছে এমন ঘর
বেঁধেছে এমন ঘর
শূন্যের উপর পোছতা করে
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে

সবে মাত্র একটি খুঁটি
খুঁটির গোড়ায় নেই তো মাটি
সবে মাত্র একটি খুঁটি
খুঁটির গোড়ায় নেই তো মাটি
কিসে ঘর রবে খাঁটি
কিসে ঘর রবে খাঁটি
ঝড় তুফান এলে পরে

ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে

মূলাধার কুঠুরি নয়টা
তার উপরে চিলেকোঠা
মূলাধার কুঠুরি নয়টা
তার উপরে চিলেকোঠা
তাহে এক পাগলা বেটা
তাহে এক পাগলা বেটা
বসে একা একেশ্বরে

ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে

উপর নিচে সারি সারি
সাড়ে নয় দরজা তারই
উপর নিচে সারি সারি
সাড়ে নয় দরজা তারই
লালন কয়, "যেতে পারি"
লালন কয়, "যেতে পারি
কোন দরজা তুলে ঘরে"

ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে
বেঁধেছে এমন ঘর
বেঁধেছে এমন ঘর
শূন্যের উপর পোছতা করে
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে



Credits
Writer(s): Traditional, Hashmukh Patadia
Lyrics powered by www.musixmatch.com

Link