Na Na Jeyo Na (From "Bhootchakro Pvt. Ltd.")

না, না, যেয়ো না, যেয়ো না চলে, থাকো কিছুক্ষণ

না, না, যেয়ো না, যেয়ো না চলে, থাকো কিছুক্ষণ
না, না, ফুরিয়ে যায়নি দেখো এ মধুলগন
তুমি আছো তাই ভালো লাগে এ পোড়া জীবন
এভাবে বলো না গো বিদায়

না, না, যেয়ো না, যেয়ো না চলে, থাকো কিছুক্ষণ
না, না, ফুরিয়ে যায়নি দেখো এ মধুলগন
তুমি আছো তাই ভালো লাগে এ পোড়া জীবন
এভাবে বলো না গো বিদায়

না, না, যেয়ো না, যেয়ো না চলে, থাকো কিছুক্ষণ

ভেঙে দাও এ হৃদয়, ভেঙে দাও প্রতিবার
নি-রে-গা, নি-রে-মা
ভেঙে দাও এ হৃদয়, ভেঙে দাও প্রতিবার
তবু হাসিমুখে আমি হয়েছি তোমার

মনে রাখি না কিছুই আমি, সব ভুলে যাই
এভাবে বলো না গো বিদায়

না, না, যেয়ো না, যেয়ো না চলে, থাকো কিছুক্ষণ

যদি একদিন ভালোবাসার সুরে তুমি গাও

যদি একদিন ভালোবাসার সুরে তুমি গাও
সবার আড়ালে যদি আমাকে শোনাও

আমি সে গানে গাঁথবো মালা ভরা জোছনায়
এভাবে বলো না গো বিদায়

না, না, যেয়ো না, যেয়ো না চলে, থাকো কিছুক্ষণ
না, না, ফুরিয়ে যায়নি দেখো এ মধুলগন
তুমি আছো তাই ভালো লাগে এ পোড়া জীবন
এভাবে বলো না গো বিদায়

না, না, যেয়ো না, যেয়ো না চলে, থাকো কিছুক্ষণ



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link