Shey Ekhon Aar (Original)

তোমাকে ভেবেছি
আমারই মতো কেউ ঘর-পোড়া
তোমাকে বলেছি
Let us assume, সবই আনকোরা।

তোমাকে ভেবেছি
আমারই মতো কেউ ঘর-পোড়া
তোমাকে বলেছি
Let us assume, সবই আনকোরা।

আর আজ কিছু নাইবা পেলাম
তবু তোমার গানেই সাজাই এ শহর
আর এখন এই সময়ের মাঝখানে
একটাই কথা এই কানে
সে এখন আর আমাকে চায় না
সে এখন আর আমাকে চায় না
সে এখন আর আমাকে চায় না
সে এখন আর আমাকে চায় না।

কলমে গোপনে
লুকোতে পারোনি ঘুম-ঘরে
ঘুরে ফিরে ঘুরে
ঝরে পড়েছো প্রতি অক্ষরে

আর আজ কিছু নাইবা পেলাম
তবু তোমার গানেই সাজাই এ শহর
আর এখন এই সময়ের মাঝখানে
একটাই কথা এই কানে
সে এখন আর আমাকে চায় না
সে এখন আর আমাকে চায় না
সে এখন আর আমাকে চায় না
সে এখন আর আমাকে চায় না।



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link