Bawshonto Eshe Geche (Female)

বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা
কারা যে ডাকিল পিছে
বসন্ত এসে গেছে
মধুর অমৃতবাণী, বেলা গেল সহজেই
মরমে উঠিল বাজি
বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের, ধুলি মাখা চরণে
মাথা নত করে রব;
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে

কগলের নব নীল মনের গোপনে
বাজে ওই বাজে ওই বাজে ওই
পলাশের নেশা মাখি চলেছি দুজনে
বাসনার রঙ-এ মিশি শ্যামলে-স্বপনে
কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে

পূর্নিমা রাতে ওই ছোটাছুটি করে কারা
দখিনা পবনে দোলে
বসন্ত এসে গেছে
কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু
আবেগে কাঁপিছে আঁখি
বসন্ত এসে গেছে

থাক তব ভুবনের, ধুলি মাখা চরণে
মাথা নত করে রব;
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে

এই বসন্তে অনেক জন্ম আগে
তোমায় প্রথম দেখেছিলেম আমি
হেঁটেছিলেম নিরুদ্দেশের পানে
সেই বসন্ত এখন ভীষণ দামী
আমার কাছে, তোমার কাছে, আমার কাছে
বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের, ধুলি মাখা চরণে
মাথা নত করে রব;

বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link