Nid Nahi Ankhi Pate

আমিও একাকী, তুমিও একাকী আজি এ বাদল রাতে
নিদ নাহি আঁখিপাতে
বঁধূয়া, নিদ নাহি আঁখিপাতে
আমিও একাকী, তুমিও একাকী আজি এ বাদল রা-
আমিও একাকী, তুমিও একাকী আজি এ বাদল রাতে
নিদ নাহি আঁখিপাতে

গগনে বাদল, নয়নে বাদল, জীবনে বাদল ছাইয়া
এসো হে আমার বাদলের বঁধু, চাতকিনী আছে চাহিয়া

বঁধূয়া, নিদ নাহি আঁখিপাতে



Credits
Writer(s): Joy Sarkar
Lyrics powered by www.musixmatch.com

Link