Tokey Chhara

তোর চোখের কালো
লাগে আজও ভালো
আটকে থাকি আমি গভীরে

হাওয়াতে ঢেউ খেলানো চুল তোর
সে ভুলে আসে ফিরে ফিরে
নিজের সাথে বলে নেবো
তোর সাথে বলা হাজার কথা
হাসিতে আমি ডুবিয়ে দেবো আজ যত না বলা গোপন ব্যথা

তোকে ছাড়া ঘুম আসে না
তোকে ছাড়া ঘুম
তোকে ছাড়া তর সয় না আর
তোকে ছাড়া
তোকে ছাড়া মন লাগে না আর
তোকে ছাড়া

তোর নালিশে, আবদার আদরে
স্মৃতি ফেলে আসা বিছানায় সেই চাদরে
মিসডকল তুই বল
কত কথা প্রতিদিন হাতে হাত রেখে
আমরা এই শহরে

ছায়া হয়ে তুই ছিলি রোদ্দুরে
আলো হয়ে সাথী রাতের আঁধারে
যতনে রাখা তোর আঁকা সে ছবি
ফেলে যেটা গেছিস তুই সেদিন এইমনে

তোকে ছাড়া ঘুম আসে না
তোকে ছাড়া ঘুম
তোকে ছাড়া তর সয় না আর
তোকে ছাড়া
তোকে ছাড়া মন লাগে না আর
তোকে ছাড়া

তোকে ছাড়া ঘুম আসে না
তোকে ছাড়া ঘুম
তোকে ছাড়া তর সয় না আর
তোকে ছাড়া
তোকে ছাড়া মন লাগে না আর
তোকে ছাড়া



Credits
Writer(s): Raz Dee
Lyrics powered by www.musixmatch.com

Link