Jare Haat Diye Mala Diye Paro Nai (with Narration)

এরপর কেটে গেছে দীর্ঘ ষোল বছর
নার্গিসের সঙ্গে সম্ভবত কবির আর দেখা হয়নি
হঠাৎ কবি চিঠি পেলেন নার্গিসের
১০৬ নম্বর আপাচিতপুর রোডের বিষ্ণুভবনে অবস্থিত
গ্রামোফোন কোম্পানির রিহার্সাল রুমে বসে
সেই চিঠির উত্তরে কবি লিখলেন এই গানটি...

যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
কেনো মনে রাখো তারে?
কেনো মনে রাখো তারে?
ভুলে যাও মোরে, ভুলে যাও
ভুলে যাও মোরে, ভুলে যাও একেবারে
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
কেনো মনে রাখো তারে?

আমি গান গাহি আপনার সুখে
তুমি কেনো এসে দাঁড়াও সমুখে
আলেয়ার মতো ডাকিও না আর
নিশীথ-অন্ধকারে
ভুলে যাও মোরে, ভুলে যাও একেবারে
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
কেনো মনে রাখো তারে?

দয়া করো, দয়া করো, আর
আমারে লইয়া খেলো না নিঠুর খেলা
দয়া করো, দয়া করো, আর
আমারে লইয়া খেলো না নিঠুর খেলা
শত কাঁদিলেও ফিরিবে না সেই
শুভলগনের বেলা
প্রিয়
শুভলগনের বেলা

আমি ফিরি পথে, তাহে কার ক্ষতি
তব চোখে কেনো সজল মিনতি
আমি কি ভুলেও কোনোদিন এসে
দাঁড়ায়েছি তব দ্বারে?
ভুলে যাও, মোরে ভুলে যাও
ভুলে যাও, মোরে ভুলে যাও
ভুলে যাও মোরে, ভুলে যাও একেবারে
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
কেনো মনে রাখো তারে?



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link