Firbo Bolle Fera Jaay Naki (Male)

স্তব্ধ এক ঝড়ে, ভাঙা গল্পতে
নৌ হারিয়ে গেল অল্পতে ।
জানি সহজে যায়না ফেরা,
তবুও ফেরার বিকল্প নেই ।
এভাবেই হয়তো ভেঙে যায় ভুল
কেটে যায় ঘোর, ভেঙে যায় মন ।
তারপর বাকি কথা জানে শূণ্যতা ।
বোবা চোখে দেখি অন্য জীবন ।
ফিরবো বললে ফেরা যায় নাকি!!
হাসি দিয়ে শুধু কান্নাকে ঢাকি ।
নিজেকে অচেনা লাগে আজ আয়নাতে ।
চেনা মুখ হারিয়েছি মুখোশে
হয়েছি একা নিজেরই দোষে ।
ফিরে পেতে চাই নিজেকে ফেরার পথে ।
বোকা আবেগ মেঘবনে মনে মন
জমা কান্না, বৃষ্টির দিনক্ষণ ।
কথা পোড়ে, ছাই ওড়ে
চোখ মোছে পিছুটান ।
একা থেকে আরও বেশি একা হয়ে ।
লুকোচুরি খেলা শেষে গেছি ক্ষয়ে
পড়ে আছে অবশেষ, একমুঠো অভিমান ।
এভাবেই হয়তো ভেঙে যায় ভুল
কেটে যায় ঘোর, ভেঙে যায় মন ।
তারপর বাকি কথা জানে শূণ্যতা ।
বোবা চোখে দেখি অন্য জীবন ।
ফিরবো বললে ফেরা যায় নাকি!!
হাসি দিয়ে শুধু কান্নাকে ঢাকি ।
নিজেকে অচেনা লাগে আজ আয়নাতে ।।



Credits
Writer(s): Sourav Malakar, Rahul Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link