Pora Kagoj

পোড়া কাগজের মতো আমার এই মনটাকে
পোড়া কাগজের মতো আমার এই মনটাকে
পুড়ে পুড়ে করেছ ছাই

আর কত জ্বালাবে, আর কত পোড়াবে?
পোড়ানোর শেষ কি নাই?
আর কত জ্বালাবে, আর কত পোড়াবে?
পোড়ানোর শেষ কি নাই?

আর কত প্রতিশোধ এভাবে নেবে?
আর কত দুঃখ আমাকে দেবে?
ও, আর কত প্রতিশোধ এভাবে নেবে?
আর কত দুঃখ আমাকে দেবে?

একটাই অনুরোধ, নিয়ো না প্রতিশোধ
একটাই অনুরোধ, নিয়ো না প্রতিশোধ
একটু বাঁচতে চাই

আর কত জ্বালাবে, আর কত পোড়াবে?
পোড়ানোর শেষ কি নাই?
আর কত জ্বালাবে, আর কত পোড়াবে?
পোড়ানোর শেষ কি নাই?

কেন হলে নিষ্ঠুর, বলো একবার
কী এমন ক্ষতি করেছি তোমার?
ও, কেন হলে নিষ্ঠুর, বলো একবার
কী এমন ক্ষতি করেছি তোমার?

পারি না কিছুতে এ আগুন নেভাতে
পারি না কিছুতে এ আগুন নেভাতে
একা একা শুধু জ্বলে যাই

আর কত জ্বালাবে, আর কত পোড়াবে?
পোড়ানোর শেষ কি নাই?
আর কত জ্বালাবে, আর কত পোড়াবে?
পোড়ানোর শেষ কি নাই?

পোড়া কাগজের মতো আমার এই মনটাকে
পোড়া কাগজের মতো আমার এই মনটাকে
পুড়ে পুড়ে করেছ ছাই

আর কত জ্বালাবে, আর কত পোড়াবে?
পোড়ানোর শেষ কি নাই?
আর কত জ্বালাবে, আর কত পোড়াবে?
পোড়ানোর শেষ কি নাই?



Credits
Writer(s): Mithu Hasan, Rajesh
Lyrics powered by www.musixmatch.com

Link