Nosto Chele

আমি এক নষ্ট ছেলে
কষ্ট আমার বুকে করে বসবাস
একফোঁটা সুখ নেই
আমার জীবন জুড়ে শুধু দীর্ঘশ্বাস

আমি এক নষ্ট ছেলে
কষ্ট আমার বুকে করে বসবাস
একফোঁটা সুখ নেই
আমার জীবন জুড়ে শুধু দীর্ঘশ্বাস

কেউ জানে না, কেউ বোঝে না
কার কারণে হলো এমন সর্বনাশ
কেউ জানে না, কেউ বোঝে না
কার কারণে হলো এমন সর্বনাশ

আমি এক নষ্ট ছেলে
কষ্ট আমার বুকে করে বসবাস
একফোঁটা সুখ নেই
আমার জীবন জুড়ে শুধু দীর্ঘশ্বাস

প্রথম প্রেমের কাছে
করেছি নিজেকে সমর্পণ
সেই ছলনার প্রেম কেড়ে নিলো সবকিছু
সেই ছলনার প্রেম কেড়ে নিলো সবকিছু
ভেঙেচুরে চুরমার করে দিলো মন
তারপর আমিও বদলে গেছি
নিজেকে নিজে আর করি না বিশ্বাস

কেউ জানে না, কেউ বোঝে না
কার কারণে হলো এমন সর্বনাশ
কেউ জানে না, কেউ বোঝে না
কার কারণে হলো এমন সর্বনাশ

আমি এক নষ্ট ছেলে
কষ্ট আমার বুকে করে বসবাস
একফোঁটা সুখ নেই
আমার জীবন জুড়ে শুধু দীর্ঘশ্বাস

বুকের আঙিনাতে যে ছিলো আমার প্রিয়জন
সেই প্রিয়জন কই আছে, তার সব স্মৃতি
সেই প্রিয়জন কই আছে, তার সব স্মৃতি
বুকে তাই বিষাদের এত আয়োজন

দিন-রাত নীরবে একা কাঁদি
থেমে যেতে চায় যেন দেহের নিঃশ্বাস

কেউ জানে না, কেউ বোঝে না
কার কারণে হলো এমন সর্বনাশ
কেউ জানে না, কেউ বোঝে না
কার কারণে হলো এমন সর্বনাশ

আমি এক নষ্ট ছেলে
কষ্ট আমার বুকে করে বসবাস
একফোঁটা সুখ নেই
আমার জীবন জুড়ে শুধু দীর্ঘশ্বাস

আমি এক নষ্ট ছেলে
কষ্ট আমার বুকে করে বসবাস
একফোঁটা সুখ নেই
আমার জীবন জুড়ে শুধু দীর্ঘশ্বাস

কেউ জানে না, কেউ বোঝে না
কার কারণে হলো এমন সর্বনাশ
কেউ জানে না, কেউ বোঝে না
কার কারণে হলো এমন সর্বনাশ

আমি এক নষ্ট ছেলে
কষ্ট আমার বুকে করে বসবাস
একফোঁটা সুখ নেই
আমার জীবন জুড়ে শুধু দীর্ঘশ্বাস



Credits
Writer(s): Pradip Saha
Lyrics powered by www.musixmatch.com

Link