Shei Suronjona

ভুলে গেছে সেই সুরঞ্জনা
হারিয়ে গেল কোথায়
এখনো পথ চেয়ে চেয়ে
গোধূলি ফুরিয়ে যায়

ভুলে গেছে সেই সুরঞ্জনা
হারিয়ে গেল কোথায়
এখনো পথ চেয়ে চেয়ে
গোধূলি ফুরিয়ে যায়

আমি পারি না, পারি না, পারি না
মেনে নিতে এমন বেদনা

সুরঞ্জনা, সুরঞ্জনা
কী করে হলে অচেনা?
কী করে হলে অচেনা?
বলো না, সুরঞ্জনা

একাকী অবসরে
তোমাকে মনে পড়ে
হারানো কথা, বুকে জমা ব্যথা
ভুলে যাবো কী করে?

একাকী অবসরে
তোমাকে মনে পড়ে
হারানো কথা, বুকে জমা ব্যথা
ভুলে যাবো কী করে?

এসে দেখো না, দেখো না, দেখো না
এ দু'চোখে ব্যথার যমুনা

সুরঞ্জনা, সুরঞ্জনা
কী করে হলে অচেনা?
কী করে হলে অচেনা?
বলো না, সুরঞ্জনা

কেন মিছে প্রণয়ে
বেঁধেছিলে খেলাঘর?
ছলনা করে সুখেরই ঘর ভেঙে
হয়েছো আজ তুমি পর

কেন মিছে প্রণয়ে
বেঁধেছিলে খেলাঘর?
ছলনা করে সুখেরই ঘর ভেঙে
হয়েছো আজ তুমি পর

আমি জানি না, জানি না, জানি না
পেয়েছো কি সুখের ঠিকানা?

সুরঞ্জনা, সুরঞ্জনা
কী করে হলে অচেনা?
কী করে হলে অচেনা?
বলো না, সুরঞ্জনা

ভুলে গেছে সেই সুরঞ্জনা
হারিয়ে গেল কোথায়
এখনো পথ চেয়ে চেয়ে
গোধূলি ফুরিয়ে যায়

আমি পারি না, পারি না, পারি না
মেনে নিতে এমন বেদনা

সুরঞ্জনা, সুরঞ্জনা
কী করে হলে অচেনা?
কী করে হলে অচেনা?
বলো না, সুরঞ্জনা



Credits
Writer(s): Pradip Saha
Lyrics powered by www.musixmatch.com

Link