Bohota Nodi

জীবন মানে বহতা নদী
থেমে সে তো থাকে না
তোমাকে ছাড়া খুব কষ্টে আছি
এমন কখনো ভেবো না
তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া
আমি কেন পারবো না?
তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া
আমি কেন পারবো না?

জীবন মানে বহতা নদী
থেমে সে তো থাকে না
তোমাকে ছাড়া খুব কষ্টে আছি
এমন কখনো ভেবো না
তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া
আমি কেন পারবো না?
তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া
আমি কেন পারবো না?

ভালো আমি বেসেছিলাম সত্যি কথা
তুমি তার কোন দাম দিলে না
এতটা সময় পাশাপাশি থেকেও
কাছের মানুষ তুমি হলে না
তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া
আমি কেন পারবো না?
তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া
আমি কেন পারবো না?

জীবন মানে বহতা নদী
থেমে সে তো থাকে না
তোমাকে ছাড়া খুব কষ্টে আছি
এমন কখনো ভেবো না
তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া
আমি কেন পারবো না?

সুখের আশা করেছিলাম সত্যি কথা
সুখে ঘর বাঁধা তো হলো না
ভেঙেছ আশা অকারণে বারবার
আশার প্রদীপ তাই জ্বলে না
তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া
আমি কেন পারবো না?
তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া
আমি কেন পারবো না?

জীবন মানে বহতা নদী
থেমে সে তো থাকে না
তোমাকে ছাড়া খুব কষ্টে আছি
এমন কখনো ভেবো না
তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া
আমি কেন পারবো না?
তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া
আমি কেন পারবো না?
তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া
আমি কেন পারবো না?
তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া
আমি কেন পারবো না?
তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া
আমি কেন পারবো না?



Credits
Writer(s): Pradip Saha
Lyrics powered by www.musixmatch.com

Link