Ganga Sindhu Narmada

গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ঐ
বাহিয়া চলেছে আগের মতোই
কই রে আগের মানুষ কই
গঙ্গা সিন্ধু নর্মদা

মৌনী স্তব্ধ সে হিমালয়
তেমনি অটল মহিমময়
মৌনী স্তব্ধ সে হিমালয়
তেমনি অটল মহিমময়
নাই তার সাথে সেই ধ্যানী ঋষি
আমরা তো আর সে জাতি নই

আছে আকাশ সে, ইন্দ্র নাই
কৈলাসে সে যোগীন্দ্র নাই
আছে আকাশ সে, ইন্দ্র নাই
কৈলাসে সে যোগীন্দ্র নাই
অন্নদা-সুত ভিক্ষা চাই
কি কহিব এরে কপাল বই
কই রে আগের মানুষ কই

গঙ্গা সিন্ধু নর্মদা

সেই আগ্রা, সে দিল্লী ভাই
আছে পড়ে, সেই বাদশা নাই
সেই আগ্রা, সে দিল্লী ভাই
আছে পড়ে, সেই বাদশা নাই
নাই কোহিনুর ময়ূর-তখ্ত
নাই সে বাহিনী বিশ্বজয়ী

আমরা জানি না, জানে না কেউ
কূলে বসে কত গুনিব ঢেউ
আমরা জানি না, জানে না কেউ
কূলে বসে কত গুনিব ঢেউ
দেখিয়াছি কত, দেখিব এও
নিঠুর বিধির লীলা কতই
কই রে আগের মানুষ কই

গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ঐ
বাহিয়া চলেছে আগের মতোই
কই রে আগের মানুষ কই
গঙ্গা সিন্ধু নর্মদা



Credits
Writer(s): Kazi Najrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link