Allah Aamar (From "Shesh Theke Shuru")

ও আল্লাহ্ আমার, কত করেছি যে আরজি
বুঝি না তোমার কী যে মর্জি
দিন ভালোবাসা, ওগো দাও না ফিরিয়ে
বলো তাকে ছাড়া বাঁচবো কী নিয়ে

ঘরে ফিরবেই একদিন নদী
প্রেম বুঝলে সে খুঁজবে দরদী
দাও না তাকে ফিরিয়ে একটি বার
জানি আকাশ পায় না ছুঁতে মাটি
তবু মন তো মানে না, তাই হাঁটি
যদি পথের ধারে পেয়ে যাই দেখা তার

ও আল্লাহ্ আমার, কত করেছি যে আরজি
বুঝি না তোমার কী যে মর্জি
দিন ভালোবাসা, ওগো দাও না ফিরিয়ে
বলো তাকে ছাড়া বাঁচবো কী নিয়ে

মেঘলা দিনে আকাশ জুড়ে দাবি
মন রে, সামলে তাকাস, পুড়ে যাবি

না পুড়লে কিসের ভালোবাসা
ভাঙে মন, তবু ভাঙে না যে আশা
সে ছাড়া আর কেউ নেই যে আমার
জানি আকাশ পায় না ছুঁতে মাটি
তবু মন তো মানে না, তাই হাঁটি
যদি পথের ধারে পেয়ে যাই দেখা তার

ও আল্লাহ্ আমার, কত করেছি যে আরজি
হ্যাঁ, বুঝি না তোমার কী যে মর্জি
দিন ভালোবাসা, ওগো দাও না ফিরিয়ে
বলো তাকে ছাড়া বাঁচবো কী নিয়ে



Credits
Writer(s): Arkapravo Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link