Cholchhe Roj Amar Khonj (From "Jenana")

আগুন জ্বল (আগুন জ্বল)
শহরতল (শহরতল)
ডাকছো কেউ, নীরব ঢেউ
এখানে বিষ অহর্নিশ
অলিতে গলিতে শহরতলিতে
আকাশে মাটিতে কীসের ডাক?
বন্ধ shutter-এ, নিয়ন বাহারে
আমার শ্বাসগুলো মুক্তি পাক

চলছে রোজ আমার খোঁজ
চলছে রোজ আমার খোঁজ
চলছে রোজ আমার খোঁজ
চলছে রোজ আমার খোঁজ

ক্লান্ত রাত, নিঃস্ব হাত
মুখোশ মুখ, স্বপ্ন সুখ
ক্লান্ত রাত, নিঃস্ব হাত
মুখোশ মুখ, স্বপ্ন সুখ

দুমড়ে যায়, রাতকে পায়
কাঁপনে জাগরণে মিছিলে ব্যারিকেডে
ঘাম ও রক্তে কীসের ডাক?

চলছে রোজ আমার খোঁজ
চলছে রোজ আমার খোঁজ
চলছে রোজ আমার খোঁজ
চলছে রোজ আমার খোঁজ

তবুও ফিরে দেখি
কখনও রাত ফুঁড়ে
একটা মায়া আলো এখনও ঠিক
আমাকে ডেকে বলে ফিরতে হবে পথে
তোমার আমিকে সঙ্গে নিক

তবুও ফিরে দেখি
কখনও রাত ফুঁড়ে
একটা মায়া আলো এখনও ঠিক
আমাকে ডেকে বলে ফিরতে হবে পথে
তোমার আমিকে সঙ্গে নিক

সঙ্গে নেবো চলো আমার আমিকে
আমির অবকাশে অন্য প্রাণ

চলছে রোজ আমার খোঁজ
চলছে রোজ আমার খোঁজ
চলছে রোজ আমার খোঁজ
চলছে রোজ আমার খোঁজ



Credits
Writer(s): Debojyoti Mishra
Lyrics powered by www.musixmatch.com

Link