Mukh Tule Takio Na Aar

মুখ তুলে তাকিও না আর,
ভালোবাসা যদি ছেড়ে যায় ।
অপেক্ষা হাজার বছর,
তারা ঢাকা মেঘের পাড়ায় ।
সময়ের গাড়ি ছুটে যায়,
ক্লান্ত এ হাতের রেখায় ।

অভিসারে ভেসে ওঠে,
পুড়ে যাওয়া কথা ঠোঁটে ।
ডুবে যেতে ছিল রাজী,
হেরে যাওয়া মন ডুবে যায়, ডুবে যায় ।
দু-চোখে জল, কোলাহল থেমে যায় আজ,
দুজনে দুই কিনারায় ।

যদি পারো বলো তাকে,
একা একা কোনো বাঁকে-
ডাক নামে যদি ডাকে;
ফেলে আসা গান খুঁজে পায়, খুঁজে পায় ।
খেয়ালি সুর যতদূর ভেসে যেতে চায়,
সে সুর মেঘ কুয়াশায় ।

মুখ তুলে তাকিও না আর,
ভালোবাসা যদি ছেড়ে যায় ।
অপেক্ষা হাজার বছর,
তারা ঢাকা মেঘের পাড়ায় ।
সময়ের গাড়ি ছুটে যায়,
ক্লান্ত এ হাতের রেখায় ।



Credits
Writer(s): Rajib Chakraborty, Joy Sarkar
Lyrics powered by www.musixmatch.com

Link