Amar Moyna

মরুরই দেশে মন যে মানে না
ঘরে একা পরান পাখি আমার ময়না
জলে টলমল উদাস চোখে
কত দুঃখ বল, সইতে পারি না

মরুরই দেশে মন যে মানে না
ঘরে একা পরান পাখি আমার ময়না

পাথর আমি রে, পাষাণ আমার মন
কেমনে যে আছি ছেড়ে বক্ষের ধন
পাথর আমি রে, পাষাণ আমার মন
কেমনে যে আছি ছেড়ে বক্ষের ধন

একটা টিকেট আমায় দে না রে, দে না
ঘরে একা পরান পাখি আমার ময়না
জলে টলমল উদাস চোখে
কত দুঃখ বল, সইতে পারি না

মরুরই দেশে মন যে মানে না
ঘরে একা পরান পাখি আমার ময়না

কপালপোড়া, তাই ছেড়ে সব বন্ধন
বিদেশ-বিভুঁইয়ে কাটে এই জীবন
কপালপোড়া, তাই ছেড়ে সব বন্ধন
বিদেশ-বিভুঁইয়ে কাটে এই জীবন

একটা টিকেট আমায় দে না রে, দে না
ঘরে একা পরান পাখি আমার ময়না
জলে টলমল উদাস চোখে
কত দুঃখ বল, সইতে পারি না

মরুরই দেশে মন যে মানে না
ঘরে একা পরান পাখি আমার ময়না

মরুরই দেশে মন যে মানে না
ঘরে একা পরান পাখি আমার ময়না
জলে টলমল উদাস চোখে
কত দুঃখ বল, সইতে পারি না

মরুরই দেশে মন যে মানে না
ঘরে একা পরান পাখি আমার ময়না



Credits
Writer(s): Bijoy Sarkar
Lyrics powered by www.musixmatch.com

Link