Prohor

সময়ের টানে অচেনা এই শহর
অচেনা এই প্রহর
বেওয়ারিশ আমি
হয়তো আমি বিবেক বেচেছি
হয়ে গিয়েছি
মেরুদণ্ডহীন প্রাণী

প্রহর কত কেটে যায়
আমি থাকি অন্য সময়
ফিরে আসতে চাই
আটকে রাখে আমাকে
কিছুটা পিছুটান
কিছুটা ব্যস্ততা

কিবা দিন, কিবা এখন রাত
সবই যে অজুহাত
মিথ্যেবাদী
জানোই তো বিবেক বেচেছি
হয়ে গিয়েছি
মেরুদণ্ডহীন প্রাণী

প্রহর কত কেটে যায়
আমি থাকি অন্য সময়
ফিরে আসতে চাই
আটকে রাখে আমাকে
পিছুটান কিছুটা
কিছুটা ব্যস্ততা

শহর কেন অচেনা
আমি ফিরে আসতে চাই
আসতে পারি না (আসতে পারি না)
আটকে রাখে আমাকে
কিছুটা পিছুটান
কিছুটা ব্যস্ততা



Credits
Writer(s): Sadi Shahnewaz
Lyrics powered by www.musixmatch.com

Link