Akash Jure

আকাশ জুড়ে রঙের খেলা
রংধনু সাতরঙ
দূর আকাশে চাঁদের আলোয়
জল জোছনার খেলা
তোমার জন্য উজাড় করা
ভালবাসার আকাশ জুড়ে
হাজার তারার মেলা

তোমার যত দুঃখ আমি
করবোই দূর আমার বীণার সুরে
তোমায় যত ডাকছি কাছে
ততই তুমি ঠেলছো আমায় দূরে

আমার বুকে
শুধুই তোমার পদধ্বনি
একি আজব খেলা



Credits
Writer(s): Mehfuz Fahad
Lyrics powered by www.musixmatch.com

Link